দামুড়হুদা প্রতিনিধি: বাংলাদেশ সাংবাদিক সমিতি দামুড়হুদা শাখার সাধারণ সম্পাদক দৈনিক মাথাভাঙ্গার হাউলী প্রতিনিধি আব্দুল লতিফ মাস্টারের মা সেলিনা আকতার (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………….রাজেউন)। গত মঙ্গলবার দিনগত রাত ১টা ৪০ মিনিটে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। সেলিনা আকতার হাউলীর ডা. নজর আলীর স্ত্রী। মাস দুয়েক তিনি পাকস্থলী ও কিডনিজনিত রোগে আক্রান্ত হন। গতকাল বুধবার ভ্যালোরে নেয়ার প্রস্তুতির একপর্যায়ে সকলকে কাঁদিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। বেলা ২টায় দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা শেষে দশমী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। ৪ বোন ও ১ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সেজ। মৃত্যুকালে স্বামী, ২ ছেলে, ১ ভাই, ১ বোন, নাতি ও নাতকুড়িসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিহত মায়ের আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন শোকে পাথর দু’ছেলে শিক্ষক আব্দুল লতিফ ও শফিকুল ইসলাম। এ দিকে সাংবাদিক আব্দুল লতিফের মায়ের মৃত্যুতে শোক প্রকাশসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজি আলী আজগার টগর, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, বাংলাদেশ সাংবাদিক সমিতি দামুড়হুদা শাখার সভাপতি জাহিদুর রহমান মুকুল, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুখ আহম্মেদ, ম্যানেজিং কমিটির সভাপতি আয়ুব আলী স্বপন প্রমুখ।