বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গা চরযাদবপুর গ্রামের সাহিমা পুলিশের তড়িৎ পদক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে দুর্লভপুর ক্যাম্পের ইনচার্জ শাহীন আলম বাল্যবিয়ে ভেস্তে দেয়।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চরযাদবপুর গ্রামের গুরু চাঁদ ম-লের মেয়ে সাহিমা খাতুন। সে স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্রী। গতকাল বুধবার রাত ১০টার দিকে দুর্লভপুর ক্যাম্পের ইনচার্জ শাহীন আলম সাহিমার বাল্যবিয়ের খবর পায়। এমন খবরের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি বাল্যবিয়ে বন্ধ করেন।