জীবননগর ব্যুরো: পথভোলা বুদ্ধাকে তার আপন ঠিকানায় পাঠানো হয়েছে। জীবননগরের বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যরা পথভোলা বৃদ্ধাকে আলমডাঙ্গার ফরিদপুর গ্রামে ফিরতে সহযোগিতা করে। এ ঘটনায় প্রশংসিত হয়েছে সংগঠনটি। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্য ঐশ্বর্য সাহা চুয়াডাঙ্গা থেকে ফেরার পথে বাসের মধ্যে পথভোলা এক বৃদ্ধাকে কান্নাকাটি করতে দেখেন। এসময় তিনি তাকে জীবননগর নিয়ে আসেন এবং বন্ধু রক্তদান কেন্দ্রের হাতে তুলে দেন। রক্তদান কেন্দ্রের সভাপতি সামিউল ইসলাম অভি বৃদ্ধাকে জীবননগর থানা পুলিশের নিকট নিয়ে যান। অবশেষে পুলিশের সহযোগিতায় বৃদ্ধা নারী তার আপন ঠিকানা ফিরে পান। সালেমা খাতুন জেলার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল কাদেরের স্ত্রী বলে জানা গেছে।