স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও দামুড়হুদা উপজেলার ৫০টি উন্নয়নমূলক প্রকল্পে ৩৭ লাখ টাকার বরাদ্দপত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে প্রকল্প নেতৃবৃন্দের হাতে বরাদ্দপত্র তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ সামসুল আবেদীন খোকন।
এসময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা উপ-পরিচালক (ডিডিএলজি) সৈয়দ ফারুক আহমদ, সহকারী প্রকৌশলী সামাদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী ও জেলা পরিষদের সদস্য খলিলুর রহমানসহ প্রকল্পের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ৪৩টি প্রকল্পে ১ লাখ টাকার প্রকল্পগুলো হলো, জোড়গাছার বারঘড়িয়া মসজিদ সংস্কার, বলিয়ারপুর গ্রামের কবরস্থানের সীমানা পাঁচিল নির্মাণ, ভোলাইরদাঁড়ী ঈদগাহ উন্নয়ন, মাজু গ্রামের ঈদগাহ উন্নয়ন, মাজু গ্রামের পুরাতন মসজিদ উন্নয়ন, ডাউকি জান্নাতুল বাকী কবরস্থান উন্নয়ন, পাঁচকমলাপুর দারুল ইলুম হাফেজিয়া কওমী মাদরাসা ও লিলআহ বোডিংয়ের অবকাঠামো উন্নয়ন (১লাখ ৫০ হাজার), খাদিমপুর পশ্চিমপাড়া মক্তব উন্নয়ন, শিয়ালমারী উত্তরপাড়া বায়তুল নুর জামে মসজিদ উন্নয়ন, আলিয়াটনগর মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন (১লাখ ৫০ হাজার), খাদিমপুর কবরস্থানের সীমান পাঁচিল (২ লাখ টাকা), কুলপালা গ্রামের বায়তুল আমান জামে মসজিদ উন্নয়ন, ভালাইপুর গ্রামের নতুন ঈদগাহ উন্নয়ন, রুইতনপুর গ্রামের ঈদগাহ মাঠের গেট নির্মাণ, চিৎলা বাজার জামে মসজিদ উন্নয়ন, কয়রাডাঙ্গা পুরাতনপাড়ার জামে মসজিদের ওজুখানা নির্মাণ, নওদাদূর্গাপুর মধ্যমাঠ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অবকাঠামো উন্নয়ন, দুর্লভপুর ম-লপাড়া জামে মসজিদ উন্নয়ন, এফ মল্লিক সমতা ক্লাবের অবকাঠামো সংস্কার, যাদবপুর কবরস্থানের সীমানা পাঁচিল নির্মাণ, যাদবপুর এতিমখানা ও লিল্লাহ বোডিং এর অবকাঠামো উন্নয়ন, মধুপুর বাজার জামে মসজিদ উন্নয়ন, ভোদুয়া জামে মসজিদ উন্নয়ন, ভাংবাড়িয়া জোয়ার্দ্দার মক্তব উন্নয়ন, ভাংবাড়িয়া নতুনপাড়া জামে মসজিদ উন্নয়ন, মহেশপুর গ্রামের ঈদগাহ মাঠ উন্নয়ন, শ্রীরামপুর নতুনপাড়া জামে মসজিদ উন্নয়ন, শ্রীরামপুর ওয়াক্তিয়া মসজিদ উন্নয়ন, পাইকপাড়া ক্যাম্প জামে মসজিদ উন্নয়ন, বড়গাংনী বায়তুল আমান জামে মসজিদ উন্নয়ন, বড়গাংনী মাস্টারপাড়া বায়তুল আমান জামে মসজিদ উন্নয়ন, বড়গাংনী ৪নং ওয়ার্ডের পশ্চিমপাড়া কবরস্থানের সীমানা পাঁচিল নির্মাণ, বড়গাংনী ৫নং ওয়ার্ডের মক্তব সংস্কার, বড়গাংনী হাফেজিয়া মাদরাসায় পাঁচিল নির্মাণ, নতিডাঙ্গা এতিমখানা, লিল্লাহ বোডিং ও হাফেজিয়া মাদরাসার অবকাঠামো উন্নয়ন (২লাখ), তিয়রবিলা কুঠিরপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন, ঘোলদাড়ী বাজার মাধ্যমিক বিদ্যালয় সংস্কার, হোসেনপুর ঈদগাহ উন্নয়ন, ছয়ঘরিয়া মাঝেরপাড়া গ্রামের পূজা মন্দির সংস্কার, পাইকপাড়া গ্রামের কাজেম শাহ মাজার শরীফ উন্নয়ন, পোলবাগুন্দা ঈদগাহ উন্নয়ন (২লাখ) ও রায়লক্ষ্মীপুর জামে মসজিদ উন্নয়ন।
দামুড়হুদা উপজেলার ৭টি প্রকল্প হলো, হরিশচন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ উন্নয়ন (২লাখ), চারুলিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন (২লাখ), ডুগডুগি জামে মসজিদ উন্নয়ন, কুতুবপুর পশ্চিমপাড়া বায়তুল আকছা জামে মসজিদ উন্নয়ন, চন্দ্রবাস বাজারপাড়া ওয়াক্তিয়া মসজিদ উন্নয়ন, নাটুদাহের কুনিয়া জামে মসজিদ উন্নয়ন (২লাখ) ও চারুলিয়া দরগা শরীফের পার্শ্বস্থ ঈদগাহ উন্নয়ন। অবশিষ্ট প্রকল্প ১ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।