কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফকিরাখালী খাল বাস্তবায়িত উপ-প্রকল্প হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার সময় ফকিরাখালী খাল পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতির অফিসকক্ষে সমিতির সভাপতি মো. আ. কাদের বিশ্বাসের সভাপতিত্বে চুয়াডাঙ্গা এলজিইডি’র বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানিসম্পদ সেক্টর প্রকল্পের আওতায় উপ-প্রকল্প ফকিরাখালী খাল বাস্তবায়িত উপ-প্রকল্প ফকিরাখালী খাল (পাবসস) হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র উপজেলা ইঞ্জিনিয়ার মাহবুবুর হক। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি কর্মকর্তা সোনিয়া, খন্দকার শরীফ উদ্দীন, মো. মনজুরুল হক, সমিতির সাধারণ সম্পাদক মো. শওকত আলী, আলম মেম্বার, আহাম্মদ মাস্টার, মো. কাউসার আলী, সাধু ম-ল, মমতাজ, মো. ইব্রাহিম, মো. আক্তার, নাসিমা খাতুন, কহিনুর খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. শওকত আলী।