মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে মায়েদের উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে গুড় নেইবারস্ মেহেরপুর সিডিপি’র আয়াজনে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি হাসান আল বেলালের সভাপতিত্বে মায়েদের উদ্বুদ্ধকরণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার এসএম আবুল ফজল ও আলাউদ্দীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মাহে জেবিন কেমি, প্রধান শিক্ষক গোলাম ফারুক (পালন), গুড় নেইবারস্ মেহেরপুর সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার সীমান্ত চিসিম ও ইউপি সদস্য মি. দিলিপ মল্লিক প্রমুখ।