মেহেরপুর অফিস: মেহেরপুর ডায়াবেটিস হাসপাতালের মুখ ও দন্ত রোগ বিভাগের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মুখ ও দন্তরোগ বিভাগের উদ্বোধন করেন। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর ডায়াবেটিস হাসপাতালের সাধারণ সম্পাদক সহযোগি অধ্যাপক হাসানুজ্জামান মালেক, মেহেরপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো প্রমুখ।