স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকা তালতলার তেঁতুলতলাপাড়ায় দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে তালতলা তেঁতুলতলাপাড়ার ছরোয়ারের ছেলে দোকান মালিক তামিন ও তার ভাই তানভীর আহত হয়েছে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় হাসপাতালের জরুরি বিভাগে আহত তানভীর বলেন, গতকাল বুধবার রাত ১২টার দিকে বিকট শব্দ শুনে বাড়ির বাইরে বেরিয়ে দেখি আমাদের মুদিখানার দোকান ও তার পাশে শ্মশানপাড়ার সুজনের সেলুনের দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। মহল্লাবাসীদের সাথে নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। আগুন নেভাতে গিয়ে আমরা দুভাই আহত হই। কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনলেও কোনো লাভ হয়নি। ততক্ষণে দোকানের ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদিকে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খালিদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এক লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা যাচ্ছে।