কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে স্ত্রী কুমকুম খাতুনকে হত্যার দায়ে স্বামী রুবেল মালিথাকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সেই সাথে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এবিএম মাহমুদুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন। দ-প্রাপ্ত আসামি মিরপুর উপজেলার কবরবাড়িয়া গ্রামের শের আলী মালিথার ছেলে।
কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. অনুপ কুমার নন্দী জানান, ২০১৪ সালের ২ জুন কুষ্টিয়া মিরপুর উপজেলার কবর বাড়িয়া গ্রামে নিজ বাড়িতে রুবেল মালিথা তার স্ত্রী কুমকুম খাতুনকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরের দিন কুমকুমের বাবা আবদুল কুদ্দুস বাদি হয়ে মিরপুর থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, যৌতুকের দাবিতে রুবেল তার মেয়ের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন করে অসছিলো। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার বিচারক তার ফাঁসির আদেশ দেন। পরে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।