স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় উদ্বোধন হলো দু’দিনব্যাপী অফিসার্স দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট। গতকাল বুধবার রাত ৮টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ও মিনিস্টার ফ্রিজের সৌজন্যে টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলার ১৬টি দল অংশগ্রহণ করছে। ১৪-১৫ মার্চ দু’দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চত্বরে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ডিসি অফিস, চুয়াডাঙ্গা, জেলা আইনজীবী সমিতি, এসপি অফিস, চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা পৌরসভা, জেলা জজ আদালত, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, অফিসার্স ক্লাব, আলমডাঙ্গা, জীবননগর, দামুড়–হুদা, অফিসার্স ক্লাব চুয়াডাঙ্গার ৪টি দল, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ ও চুয়াডাঙ্গা প্রেসক্লাব। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষে খেলায় অংশগহণ করছেন ক্রীড়া বিষয়ক সম্পাদক ইসলাম রকিব ও যুগ্মসাধারণ সম্পাদক বিপুল আশরাফ। আজ সন্ধ্যায় অনুষ্ঠিত ফাইনাল।