চুয়াডাঙ্গায় ওয়ার্ড ছাত্রলীগের কর্মীসভা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে হাজরাহাটি স্কুল মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। ৬নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার ওয়ার্ডে সুযোগ্য কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মানু। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানভির আহম্মেদ সোহেল, সোয়েব রিগান, শাকিল আহম্মেদ জিম, ছাত্র পরিষদ চুয়াডাঙ্গার আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, স্বাগত বক্তব্য রাখেন ০৬নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা তুহিন ও মুন্নাফ। আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মিঠুন, স্বাধীন, পাভেল, রিমন, আকাশ, সোহাগ, শাওন, রাব্বি, ইমন, রুদ্র, রাতুল, ফিরোজ, রিয়নসহ ০৬নং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আকারুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ০৬নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইন্তাদুল ইন্তা।-বিজ্ঞপ্তি