মাথাভাঙ্গা মনিটর: এমিরেটসের ফাঁকা গ্যালারি আর্সেন ওয়েঙ্গারের দীর্ঘশ্বাসের কারণ হলেও দিনশেষে আর্সেনাল সমর্থকদেরই বেশি আফসোস হওয়ার কথা। ইংলিশ প্রিমিয়ার লিগে দলের হ্যাটট্রিক হারে ক্ষুব্ধ যেসব সমর্থক রোববার মাঠে আসেননি, তারা নিজেদের দুর্ভাগা ভাবতেই পারেন। ঘরের মাঠে মুস্তাফি, অবামেয়াং ও মিখিতারিয়ানের গোলে ওয়াটফোর্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে আর্সেনাল শুধু জয়ের ধারায়ই ফেরেনি, ঝড় তুলেছে রেকর্ডের পাতায়ও। এক ম্যাচে এত মাইলফলক ও কীর্তির দেখা মেলে খুব কমই।
গোল করা, করানো, ঠেকানো, জয়- সবকিছুই কোনো না কোনো মাইলফলকে দাগ কেটেছে। শুরু করা যাক গোল না খাওয়ার কীর্তি দিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম গোলকিপার হিসেবে ক্লিন শিটের ‘ডাবল সেঞ্চুরি’ পূর্ণ করেছেন আর্সেনালের শেষপ্রহরী পিওৎর চেক। চেলসি ও আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগে এ নিয়ে ২০০ ম্যাচে পোস্ট অক্ষত রাখলেন ৩৫ বছর বয়সী চেক। ইংলিশ ফুটবলে এ কীর্তি নেই আর কারো। উপলক্ষটি আরও স্মরণীয় করে রেখেছেন একটি পেনাল্টি ঠেকিয়ে দিয়ে। লিগে ২০১১ সালের পর এই প্রথম পেনাল্টি সেভ করলেন চেক।