আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রয়ের অপরাধে আল্লাহর দান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ১ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা ঐতিহ্যবাহী রেল ব্রিজ ও পশু হাটের নিকট আল্লাহর দান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দিয়ে হাফিজ নামের একজন ব্যবসা করে আসছে। আল্লাহর দান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মিষ্টি শুরু করে সকল প্রকার খাবার পাওয়া যায়। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আল্লাহর দান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালান। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রয়ের অপরাধে ১ হাজার টাকা জরিমানা করেন। আলমডাঙ্গা থানার এসআই সাখাওয়াত এবং এসআই আব্দুল বাকীবিল্লাহ সঙ্গীয় ফোর্সসহ এসময় উপস্থিত ছিলেন।