মাথাভাঙ্গা মনিটর: শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ দল। মাহমুদউল্লাহ রিয়াদদের সামনে এখন ভারত। আজ বুধবার নিদাহাস ট্রফির ফিরতি পর্বে আবারওভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দেখায় হেরে গেলেও এবারের সাক্ষাতে ভারতের বিপক্ষে জয় তুলে নিয়েফাইনালের পথে এগিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য টাইগারদের। আজ বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম খেলায় ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরে যাওয়া বাংলাদেশ। নিজেদের পরের খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য এক জয় পায় টাইগাররা। স্বাগতিক শ্রীলংকার করা ২১৪ রানের জবাবে ২ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ দল। লঙ্কানদের বিপক্ষে পাওয়া দুর্দান্ত জয়ে অবদান রাখেন মুশফিকুর রহিম, লিটন কুমার ও তামিম ইকবাল। তাদের বীরত্বে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া জয়ে ফাইনালে উঠার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ দলের। সেই লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচকে প্রাধান্য দেবে বাংলাদেশ দলে। এমনটিইজানান জাতীয় দলের ওপেনার লিটন কুমার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর লিটন বলেন, ‘ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিতে আমরা এসেছি। তবে আমরা এখন পরের ম্যাচই নিয়ে ভাবছি।’
অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়েটুর্নামেন্ট শুরু করলেও, এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। এমনকি ফাইনালের দৌড়ে ভালোভাবেই টিকে রয়েছে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল টিম ইন্ডিয়া। পরের ম্যাচে বাংলাদেশকে হারায় তারা। গত সোমবার শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে মধুর প্রতিশোধ নেয় রোহিত শর্মার দল।
আগের ম্যাচের মতো আজ বুধবারও বাংলাদেশকে হারিয়ে সিরিজেরপ্রথম দল হিসেবে ফাইনালে উঠতে চায় ভারত। সোমবারশ্রীলংকার বিপক্ষে জয়ের পর এমনটিই বলছেন ম্যাচসেরা ভারতের শারদুল ঠাকুর। তিনি বলেন, ‘এখন পয়েন্ট টেবিলে আমরা সবার ওপরে। শেষ ম্যাচে জিতলে আমাদের ফাইনাল নিশ্চিত হবে। এই সুযোগ পরের ম্যাচেই কাজে লাগাতে চাই আমরা।