ঢাকা থেকে নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি উড়োজাহাজ গত সোমবার বিধ্বস্ত হয়েছে নেপালের আন্তর্জাতিক বিমানবন্দরে। অবতরণের সময় নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের নিকট একটি ফুটবল মাঠে ছিটকে পড়ে বিমানটি। নেপালের স্থানীয় সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে সূত্র হতে জানা যায়, কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলার উড়োজাহাজটিতে চারজন ক্রু ও ৬৭ জন যাত্রীসহ ৭১ জনের মধ্যে বাংলাদেশি ছিলেন ৩৩ জন। এছাড়া ৩২ জন নেপালি, একজন করে মালদ্বীপ ও চীনের যাত্রী ছিলেন। নেপালের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, এই দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৫০ জন যাত্রী। অবশ্য বলা হয়েছে, নিহতের সংখ্যা কমপক্ষে ৪০ জন। বিমান দুর্ঘটনায় এই শোক ও কষ্টের সমবেদনা জানানোর সত্যিকারের ভাষা আমাদের জানা নেই। প্রতিটি জীবনই অত্যন্ত মূল্যবান। বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার পরিজনদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করে মাগফেরাত ও শান্তি কামনা করছি নিহতদের আত্মার। সেই সাথে বিমান দুর্ঘটনার কারণ উদঘাটন অত্যন্ত জরুরি।