পাঁচমাইল প্রতিনিধি: আলমডাঙ্গা খাসকররার হতদরিদ্র কৃষক আব্দুর রাজ্জাক সরোজগঞ্জ বাজারে মসুরি বিক্রি করতে এসে প্রতারণার শিকার হয়েছে। আলমডাঙ্গা খাসকররা গ্রামের মৃত ইলাহী বকসের ছেলে আব্দুর রাজ্জাক গতকাল সোমবার সকাল ৯টার দিকে সরোজগঞ্জ বাজারে ৫ মণ মসুরি বিক্রি করতে আসেন। সেখানে এক প্রতারক ক্রেতা সেজে প্রতিমণ মসুরি ১৯৩০ টাকা দরে ফড়ে আনোয়ার হোসেনের কাছে বিক্রি করে। আনোয়ার হোসেনের কাছে আব্দুর রাজ্জাক বিক্রি করা মসুরির টাকা চাইলে আনোয়ার হোসেন বলেন, কিছুক্ষণ পরে এসে টাকা নিয়ে যান। এরই মধ্যে আনোয়ার হোসেনের কাছ থেকে ৯ হাজার ৬৫০টাকা হাতিয়ে নিয়ে প্রতারক চম্পট দেয়। কিছুক্ষণ পরে আব্দুর রাজ্জাক টাকা নিতে এলে আনোয়ার হোসেন বলেন, আপনার সাথে যে ব্যক্তি ছিলো সেইতো টাকা নিয়ে গেলো। আমিতো ভেবেছি ওই লোক আপনার লোক। হতদরিদ্র রাজ্জাকের কান্নাকাটি করাতে পরে আনোয়ার হোসেন ৫ হাজার টাকা দিয়ে সান্তনা দেন।