দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়কসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল গফুর, দর্শনা সরকারি কলেজের প্রদর্শক সজীব আহম্মেদ, দামুড়হুদা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা সঞ্জিত কুমার আচার্য্য, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, ইউপি চেয়ারম্যান আজিজুল হক, খলিলুর রহমান ভুট্টু, মোহাম্মদ আলী শাহ মিন্টু, শফিকুল ইসলাম, শাহ মো. এনামুল করীম ইনু, দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার তোফাজ্জেল হোসেন, মুন্সিপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হালিম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক চায়না খাতুন প্রমুখ।