আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালী শালিকায় ছাদ থেকে পড়ে ছয় বছরের শিশু কন্যা সুমাইয়া খাতুন আহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। নানার বাড়িতে বেড়াতে এসে ছাদ থেকে পড়ে সে আহত হয়েছে। সুমাইয়া আলমডাঙ্গা নান্দাবার গ্রামের বাবুল হোসেনের কন্যা। সে গত শনিবার তার নানা বাড়ি পাশ্ববর্তী গ্রাম শালিকায় বেড়াতে আসে। একপর্যায়ে গতকাল সোমবার বেলা ৪ টার দিকে সুমাইয়া ছাদে ওঠে। এসময় সুমাইয়া অসাবধানতাবশত পড়ে যায়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে চুৃয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।