মহেশপুর প্রতিনিধি: গতকাল সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর ‘ট’ বাজারে অভিযান চালিয়ে চালের বস্তায় ওজনে কম থাকায় ৩ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঝিনাইদহের সহকারী পরিচালক সুচন্দন ম-লের নেতৃত্বে অভিযান চালিয়ে মহেশপুর চাল ব্যবসায়ী শাহাজান অ্যান্ড সন্স, মেসার্স রুদ্র চাল বিক্রেতা, মেসার্স তুহিন চাল বিক্রেতাকে ১০ হাজার টাকা করে মোট ৩ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের দোকানের ২৫ ও ৫০ কেজি চালের বস্তা ওজন করে বস্তায় প্রায় ১ কেজি করে কম পাওয়া যায়। ওজনে কম দেয়ার অভিযোগে ভোক্তা সংরক্ষণ আইনের ৪৫ ও ৪৬ ধারা মোতাবেক তাদেরকে এ জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্যাবের সভাপতি আমিুনর রহমান টুকু, মহেশপুর ক্যাবের সভাপতি ও মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান।