মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগরে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে গুড নেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি মুজিবনগর অফিসের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আয়োজক সংস্থার অফিস কার্যালয়ে গিয়ে শেষ হয়।
গুড নেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি প্রজেক্ট ম্যানেজার সীমান্ত চিসিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, বাগোয়ান ইউপি সদস্য দিলিপ মল্লিক, শংকর বিশ্বাস, সংরক্ষিত মহিলা সদস্য জেসমিন আক্তার। উপস্থিত ছিলেন গুড নেইবারর্স বাংলাদেশ এডুকেশন অফিসার ঝর্না খাতুন, মুক্তা খাতুন, মুজিবনগর প্রতিবেশি সমবায় সমিতির সভাপতিসহ সিডিপির সকল সদস্যবৃন্দ।