পদ্মবিলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার নিমতলা গ্রামের সরলা খাতুন নামে নারী পানিতে ডুবে মারা গিয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নের নিমতলা গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের স্ত্রী সরলা খাতুন। তিনি দীর্ঘদিন ধরেই মৃগী রোগে ভুগছিলেন। গতকাল সোমবার বাড়ির কাউকে কিছু না বলে বাড়ির অদূরবর্তী পুকুরে গোসল করতে যায়। এসময় পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। বাদ আসর গ্রাম্য কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।