মেহেরপুর অফিস: মেহেরপুরে অস্ত্র মামলায় সাইফুল ইসলাম নামের একজনের ১৪ বছর এবং শরিফুল ইসলাম নামের অপর একজনের ১০ বছর কারদ- দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক তাজুল ইসলাম ওই আদেশ দেন। দণ্ডিত সাইফুল ইসলাম গাংনীর চরগোয়াল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং শরিফুল ইসলাম একই গ্রামের রাফেজ উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৭ সালের ২১ জুলাই গাংনী থানার এসআই মোস্তাক আহমেদের নেতৃত্বে সহড়াতলা-হাড়াভাঙ্গা সড়কের মাঝামাঝি স্থানে পুলিশ ওই দু’আসামিকে সন্দেহভাজন হিসেবে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে এমএম রুস্তম আলী এবং আসামি পক্ষে কামরুল ইসলাম আইনজীবীর দায়িত্ব পালন করেন।