আলমডাঙ্গা ব্যুরো: স্কুল ও কলেজে শিক্ষার্থীদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়তে উৎসাহিত করতে শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশ এক মহতী কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির আংশ হিসেবে গতকাল সোমবার আলমডাঙ্গার হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশের এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে শিক্ষার্থীদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়তে বিশেষভাবে উৎসাহিত করা হয়। এ ব্যাপারে অধ্যক্ষসহ সকল শিক্ষক ও গ্রন্থাগারিককে বিশেষ ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে। হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার উপাধ্যক্ষ শরিফুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আসাবুল হক ঠা-ু। বিশেষ অতিথি ছিলেন শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের সভাপতি আতিকুর রহমান ফরায়েজী, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সমাজকর্মী জিনারুল ইসলাম বিশ্বাস, শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশের সহসভাপতি প্রভাষক আসিফ জাহান, সহ-সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম রোকন ও কার্যকরি সদস্য ইমন আহমেদ পলাশ। ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিল্লাল হোসেন কালু ম-ল, শিক্ষক প্রতিনিধি শামীমা নাসরিন, প্রভাষক এসএম জাহাঙ্গীর, সহকারী গ্রন্থাগারিক কামাল হোসেন প্রমুখ। এই বইপড়া কর্মসূচির মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে অনলাইন পত্রিকা সাম্প্রতিকী ডট কম।