আলমডাঙ্গা ব্যুরো: এই প্রথম আলমডাঙ্গায় জেলা প্রশাসনের ও ঢাকা মিরপুর গণচেতনার যৌথ উদ্যোগে তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা পাইলট হাইস্কুল এটিম ফুটবল মাঠে মাসব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। উদ্বোধনী মেলায় উপস্থিত ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজি খালেদুর রহমান অরুন, থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেন, বিশিষ্ট শিক্ষা অনুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, তাঁতবস্ত্র ও শিল্প প্রদর্শণী মেলা কমিটির সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মোবারক উল্লাহ ডাব্লু, সহ-সভাপতি মমতাজ উদ্দিন, মোশাররফ আহম্মেদ, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন লাল্লু, জাকির হোসেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জয়নাল আবেদীন, পৌর জাতীয় পার্টির সভাপতি আতিয়ার রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা পরিমল কুমার কালু ঘোষ। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ ৪১টি স্টল পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান বলেন, তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা হবে নিষ্কলুষ। এখানে ওঠাও বাচ্চা নামের কোনো র্যাফেল ড্র বা জুয়ার আসর বসবে না। উচ্চস্বরে মাইক বাজানোর কোনো প্রশ্নই ওঠে না। দেশীয় পণ্যের বাজার টিকিয়ে রাখার স্বার্থে এ মেলার আয়োজন করা হয়েছে। এখানে সঠিক দামে গুণগত মানের পণ্যের কেনার সুযোগ থাকবে।