স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ভোজ শিক্ষা সফর ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১টায় ইব্রাহিমপুর মেহেরুন নেছা শিশু পার্কে চুয়াডাঙ্গা ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা সফর ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি হাজি রবিউল ইসলাম বাবলুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চ্যানেল আই ও জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা রাজীব হাসান কচি।
ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ সেলিমের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দফতর সম্পাদক, জিটিভি ও দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি রিফাত রহমান, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা সাংবাদিক আলমগীর কবীর শিপলু এবং উপাধাক্ষ্য গোলাম মোস্তফা। এছাড়াও স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুস সালাম, আতিয়ার রহমান, অভিভাবক সদস্য আফরোজা বেগম ও নাসিমা খাতুন উপস্থিত ছিলেন।