বেগমপুর প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের দু’দুবারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ (৫৫) আর নেই। গতকাল রোববার ভোর ৪ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……… রাজেউন)। বিকেল ৩টায় মাদরাসা মাঠে জানাজা শেষে নিজ গ্রামে দাফন সম্পন্ন করা হয়। পারিবারের পক্ষ থেকে জানানো হয় ভোররাতে হঠাৎ করে তার বুকে ব্যথা উঠলে হাসপাতালে নেয়ার প্রস্তুতি নেয়া হয়। পথিমধ্যে গ্রামের মাদরাসা পর্যন্ত যেতে না যেতেই তিনি মৃত্যুর কোলে ঢুলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল লতিফ তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের মাঠপাড়ার হারান ম-লের ছেলে। ৬ ভাই ৩ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। দীর্ঘ ১৩ বছর ইউপি সদস্য থাকাকালীন সময় মিষ্টভাষি সদালাপি লতিফ মেম্বার মানুষের সুখে দুঃখে পাশে থাকাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকা-ে অবদান রেখে গেছেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের সদস্যরা সকলের নিকট দোয়া চেয়েছেন।