গাংনী প্রতিনিধি: বৈদ্যুতিক সেচ পাম্প থেকে পানি পান করতে গিয়ে মাহবুব মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর গাংনী উপজেলার রামদেবপুর মাঠে এ ঘটনা ঘটে। মাহবুব মিয়া রামদেবপুর গ্রামের মৃত হুরমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহবুব মিয়া গ্রামের মাঠে কাজ করছিলেন। পানির পিপাসা মেটাতে তার ক্ষেতের পাশর্^বর্তী বৈদ্যুতিক সেচ পাম্পে যায়। কিন্তু সেচ পাম্পটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিলো তা জানতেন না মাহবুব। সেচ পাম্পে হাত দেয়ার সাথে সাথে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। সন্ধ্যায় তার নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে।