কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় শ্রেণিকক্ষে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। ওই শিক্ষকের নাম আব্দুর রাজ্জাক। তিনি সেনগ্রাম ফাজিল (ডিগ্রি) মাদরাসার ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন। গতকাল রোববার দুপুরে তিনি মাদরাসায় আলিম ক্লাসে পাঠদান করা অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন (ইন্নালিল্লাহে……….রাজেউন)। তিনি উপজেলার ওসমানপুর ইউনিয়ন রমনাথপুর গ্রামের আক্কাস আলীর একমাত্র ছেলে। শিক্ষক আব্দুর রাজ্জাক আলিম ক্লাসে শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষা দিচ্ছিলেন হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে মাদরাসার প্রিন্সিপাল দ্রুত খোকসা হাসপাতালে নেন। পথিমধ্যে তিনি মারা যান। মৃত্যুকালে আব্দুর রাজ্জাকের ২ কন্যা, স্ত্রী, বাবা-মা ও ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।