স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলুকদিয়ায় বসতভিটার ওপর দিয়ে ডিস লাইনের ক্যাবল যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ উভয়পক্ষের ৭ জন আহত হয়েছে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষই চুয়াডাঙ্গা সদর থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুর ২টার দিকে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া ম-লপাড়ার মৃত জামাত আলী তরফাদের ছেলে আসাদুল হক কালুর বাড়ির ডিস সংযোগের ক্যাবল টানা হয় প্রতিবেশী লিয়াকত ম-লের বসতবাড়ির ওপর দিয়ে। এ নিয়ে বেশ কিছুদিন ধরে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিলো। এরই একপর্যায়ে গতকাল রোববার দুপুরে লিয়াকত ম-লের ছেলে রাশেদ ডিসের ক্যাবল কেটে দেয়। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পরিবারের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এ সংঘর্ষে এক পক্ষের আহত হয় কালুর স্ত্রী আনুরা বেগম (৪৫) তার মেয়ে নার্গিস খাতুন (২৮), মেরিনা খাতুন (২২) ও ছেলে কাওছার (১৩) এবং অপর পক্ষের লিয়াকত ম-লের স্ত্রী জাহানারা বেগম (৪০) তার বড় মেয়ে সাথী (২৫) ও ছেলে রাশেদ (১৭) আহত হয়েছে। পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছে। এ ঘটনায় উভয়পক্ষই চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করেছে বলে থানাসূত্রে জানা গেছে।