গাংনী প্রতিনিধি: পূর্ব শত্রুতার জেরে মেহেরপুর গাংনী উপজেলার মাইলমারী কেশবপুর পাড়ার প্রবাসীর বসতবাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে আসবাবপত্র ও ১০ হাজার টাকা পুুড়ে গেছে।
জানা গেছে, মাইলমারী গ্রামের কেশবপুরপাড়ার সৌদি প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী ফরিদা খাতুন নাতনি ও ছেলের বউকে নিয়ে বসবাস করেন। বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না। গত শনিবার রাতে তারা ৩জন বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। এসময় অপর একটি কক্ষের জানালা দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে বাড়ির লোকজন টের পাই। প্রতিবেশীদের মাধ্যমে আগুন নেভানো হয়। কিন্তু পুড়ে যায় একটি খাট, তোষক ও কাপড়-চোপড়। খাটের তোষকের নিচে রাখা ১০ হাজার টাকাও পুড়ে যায়। এ ঘটনায় গাংনী থানায় একটি অভিযোগ দিয়েছেন ফরিদা খাতুন। আগুন দেয়ার ঘটনায় সিদ্দিক হোসেন, তাহাজ উদ্দীন ও ঝন্টু মিয়াসহ ৫ জনকে অভিযুক্ত করেছেন ফরিদা খাতুন।
গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার বলেন, বিষয়টির সত্যতা যাচাই করেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।