ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা সেবা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের পেছনে প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে এ সেবা দেয়া হয়। প্রবীণ দুস্থ পুরুষ, মহিলা ও তাদের শিশুদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসা প্রদান করেন ডাক্তার দুলাল কুমার চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন প্রবীণ হিতৈষী সংঘের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মকবুল হোসেন জানান, প্রবীণ দুস্থ পুরুষ, মহিলা ও তাদের শিশুদের দিকে খেয়াল রেখে ঝিনাইদহে শুরু হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা। এখন থেকে সরকারি ছুটির দিন ব্যতিত প্রতি শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে। আপাতত আমরা ব্যবস্থাপত্রের সাথে কিছু ওষুধের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে আরও ওষুধ বৃদ্ধি করা হবে বলে তিনি জানান।