গোলাম সরোয়ার সভাপতি মসলেম উদ্দীন সাধারণ সম্পাদক
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কৃষকলীগ চুয়াডাঙ্গা শংকরচন্দ্র ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকেলে ডিঙ্গেদহের শহীদ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে সর্বসম্মতিক্রমে গোলাম সরোয়ারকে সভাপতি আপিল মেম্বারকে সিনিয়র সহ-সভাপতি, মসলেম উদ্দীনকে সাধারণ সম্পাদক, জাব্বারুল ইসলামকে যুগ্ম-সম্পাদক, আজমিরুল ইসলাম জনিকে সাংগঠনিক সম্পাদক এবং নার্গিস আক্তার (ফিট্টু) কে মহিলা বিষয়ক সম্পাদিকা করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানিয়ে বলা হয়েছে, উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগ চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের দফতর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতি মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। বিশেষ বক্তা ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মো. আব্দুল মতিন দুদু। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর থানা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ইলতুত হোসেন আলো। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি চন্দন, সদর থানা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান (ঝন্টু), যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, আলমডাঙ্গা থানা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম, চুয়াডাঙ্গা পৌর কৃষকলীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম (রাকু), দয়াল, রাব্বি, রানা, মঈন, কল্লোল প্রমুখ।