স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের কাজিকে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে আটকের পর সত্যতা না পেয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। ডাউকি ইউনিয়নের বকশিপুর গ্রামের আব্দুল গনি তার স্কুল পড়ুয়া মেয়ের সাথে কুষ্টিয়ার ইবির মাগুরা গ্রামের আছের আলীর ছেলে আলী হোসেনের বিয়ের দিন ধার্য করেন গত শুক্রবার। ছোট্ট মেয়ের বিয়ের ঘটনা জানাজানি হলে কনের বাবা মেয়েকে গোপনে বিয়ে দিতে নিয়ে যান পার্শ্ববর্তী মাজু গ্রামে সমেজ আলীর ছেলে নবিছদ্দিনের বাড়িতে। গত শুক্রবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদে জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে অভয়নগরের আলোচিত কাজি জহুরুল ইসলাম মাস্টারকে আটক করে থানায় নেয়। কাজি জহুরুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা না পাওয়ায় পুলিশ তাকে ছেড়ে দেয়।