কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার হরিপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, হরিপুর গ্রামের মুসা হাজি ও হেলাল মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে দুপুরে কথা কাটাকাটির এবপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা চালায়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়।
আহতদের মধ্যে আমজাদ হোসেন নেন্টু, আহম্মদ আলী, ছিদ্দিক, নাডু, বাদশা, রাজিব, নিমারী খাতুন, মুসা হাজি, আবুল হোসেন ও বাবুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।