চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের শপথ ও অভিষেক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: নির্মল ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের নবনির্বাচিত নেতৃবৃন্দ। গতকাল শনিবার চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের প্রাণের এই দুটি প্রতিষ্ঠানের ২০১৮-২০১৯ মেয়াদে নির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মকবুলার রহমানের সভাপতিত্বে বেলা ১১টায় শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব হোসেন নবনির্বাচিত পরিষদের শপথবাক্য পাঠ করান। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের দ্বিতীয়ভাগে অভিষেক অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে প্রেসক্লাব সদস্য আকাশ খবর সম্পাদক হাজি অ্যাড. তছিরুর আলম মালিক ডিউক ও দ্বিতীয় পর্বে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক প্রথম আলো প্রতিনিধি শাহ আল সনি সঞ্চালনা করেন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. তরিকুল ইসলাম ও ৬ -বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর লুৎফুল কবীর।
বক্তারা বলেন, হাতেগোনা কয়েকজন ছাড়া চুয়াডাঙ্গার বেশিরভাগ সাংবাদিকই ভালো। তবে, ধর্ষণের খবরসহ স্পর্শকাতর সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। খবরের প্রয়োজনে কারো নাম বা পদবি ব্যবহার করতে হলে তা জেনে নিয়ে করা উচিত। বক্তারা আরও বলেন, মেঘের আড়ালে যে সূর্য আছে, তা আলো ছড়াবেই। সুন্দর ছাড়া সত্যের অবস্থান নেই। সত্য ও সুন্দর পরস্পর পরস্পরকে আঁকড়ে ধরে রাখে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক সভাপতি মাহতাব উদ্দিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক আজাদ মালিতা, দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান শরীফ, দৈনিক আকাশ খবরের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় যুগ্মসম্পাদক মোহাম্মদ তৌহিদ হোসেন, জেলা জাসদের (ইনু) সাধারণ সম্পাদক আকসিজুল ইসলাম রতন, জেলা আইনজীবী সমিতির যুগ্মসম্পাদক মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সাহান, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি নুরুল ইসলাম মালিক, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, জেলা লেখক সংঘের সভাপতি ডা. শাহীনূর হায়দার, জাতীয় মহিলা সংস্থার সভাপতি নাবিলা রুখসানা ছন্দা, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন মুক্তা, জেলা বাউল সংঘের সভাপতি মহিউদ্দিন শাহ, প্রগতি লেখক সংঘের পক্ষে কাজল মাহমুদ, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, দর্শনা প্রেসক্লাবের পক্ষে হানিফ ম-ল, সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের সভাপতি ইলিয়াস হোসেন প্রমুখ।
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের নবনির্বাচিত কমিটিকে ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। যার মধ্যে রয়েছেন, অতিরিক্ত জেলা প্রশসাক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. তরিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতি, জেলা পরিষদ, পাইন ক্লাব, জেলা দোকান মালিক সমিতি, সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, আত্মবিশ্বাস, দৈনিক মাথাভাঙ্গা, দৈনিক সময়ের সমীকরণ, দৈনিক পশ্চিমাঞ্চল, দৈনিক আমাদের সংবাদ, দৈনিক আকাশ খবর, ডিশ কেবল ব্যবসায়ী মালিক সমিতি, জাতীয় মহিলা সংস্থা, জেলা জ্বালানি তেল পরিবেশক ও পেট্রলপাম্প মালিক সমিতি, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘ, দামুড়হুদা প্রেসক্লাব, দর্শনা প্রেসক্লাব, শিখা সাংস্কৃতিক সংগঠন, ভালাইপুর সাংবাদিক ইউনিট, সরোজগঞ্জ সাংবাদিক ইউনিট, ফটোগ্রাফি সোসাইটি, বাউল কল্যাণ সংস্থা, প্রগতি লেখক সংঘ, জেলা শিল্পকলা একাডেমি, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ইটভাটা মালিক সমিতি।
গত বছরের ৩০ ডিসেম্বর চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচিতরা হলেন, সভাপতি সরদার আল আমিন (মাথাভাঙ্গা ও বাংলাভিশন), সহসভাপতি কামাল উদ্দিন জোয়ার্দ্দার (ইনকিলাব), সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি (জনকণ্ঠ ও চ্যানেল আই), সহসাধারণ সম্পাদক বিপুল আশরাফ (এসএ টিভি ও নয়াদিগন্ত) অর্থ সম্পাদক আব্দুস সালাম (এশিয়ান টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিয়ার রহমান (একুশে টিভি), ক্রীড়া সম্পাদক ইসলাম রকিব (দৈনিক নওরোজ), দফতর সম্পাদক রিফাত রহমান (জিটিভি) এবং নির্বাহী সদস্য আজাদ মালিতা (পশ্চিমাঞ্চল ও ইত্তেফাক), ফাইজার চৌধুরী (মাছরাঙা টিভি ও রেডিও টুডে), রফিক রহমান (এটিএন বাংলা ও এটিএন নিউজ), শরীফুজ্জামান শরীফ (সময়ের সমীকরণ) ও রুহুল আমীন রতন (আমাদের সংবাদ )।
বাংলাদেশ সাংবাদিক সমিতির নির্বাচিতরা হলেন, সভাপতি রফিকুল ইসলাম (এনটিভি ও ভোরের ডাক), সহসভাপতি শেখ সেলিম (যোগাযোগ প্রতিদিন), সাধারণ সম্পাদক শাহ আলম সনি (প্রথম আলো ও এবিসি রেডিও), সহসাধারণ সম্পাদক আহাদ আলী মোল্লা (যুগান্তর), অর্থসম্পাদক ইলিয়াস হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম (মাথাভাঙ্গা), ক্রীড়া সম্পাদক খাইরুজ্জামান সেতু (দেশ টিভি) দফতর সম্পাদক আলমগীর কবীর শিপলু এবং নির্বাহী সদস্য মাহতাব উদ্দিন (সংগ্রাম), আব্দুল মজিদ জিল্লু (কালবেলা), রেজাউল করিম লিটন (চ্যানেল টোয়েন্টি ফোর), তানজির আহমেদ রনি (দৈনিক আকাশ খবর) ও সনজিত কর্মকার (দৈনিক জাগরণ)।