দর্শনা অফিস: দামুড়হুদার কানাইডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত দর্শনার বীর মুক্তিযোদ্ধা নুর হাকিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে দর্শনা কেরুজ বাজার মাঠে দামুড়হুদা থানার ওসি (তদন্ত) এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা নুর হাকিমের লাশ গার্ড অব অনার প্রদান করেছে। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। পরে অনুষ্ঠিত জানাজার নামাজে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, জাহাঙ্গীর আলম, বদরুল আলম ফিট্টু, রেজাউল করিম সবুর, আলাউদ্দিন, লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মুন্সি সিরাজুল ইসলাম প্রমুখ। সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা মোবারকপাড়া কেন্দ্রীয় গোরস্তানে বীর মুক্তিযোদ্ধা নুর হাকিমের দাফন সম্পন্ন করা হয়েছে। পরিবারের লোকজন জানিয়েছেন, নুর হাকিম গত শুক্রবার সকালে মেহেরপুরে যান অসুস্থ শাশুড়িকে দেখতে। বিকেলে অসুস্থ শাশুড়িকে দেখে মোটরসাইকেলযোগে মেয়ে ও নাতনিকে নিয়ে বাড়ি ফিরছিলেন। দামুড়হুদার কানাইডাঙ্গার বাটিকাবাড়ি মোড়ে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা ডন ব্রিক্সের একটি বেপরোয়া গতিতে আসা মাটি ভর্তি ট্রাক্টরের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে নুর হাকিম মোটরসাইকেল থেকে পিচের রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। সেই সাথে মোটরসাইকেলে থাকা মেয়ে মালা ও নাতনি মুগ্ধও আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নুর হাকিম মারা যান।