স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমস হকির বাছাইয়ে প্রথম ম্যাচে জয় শুরু করেছে বাংলাদেশ। গতকাল রাতে ওমানের মাসকটে অনুষ্ঠিত নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ ৫-০ গোলে থাইল্যান্ডকে হারিয়েছে। সারোয়ার, নিলয়, রুম্মান, চয়ন এবং মিলন গোল করেছেন। ‘এ’ গ্রুপের প্রথম লড়াইয়ে জয় পেয়ে প্রথম বাঁধা টপকে গেল বাংলাদেশ।
আজ বিরতি। আগামীকাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ১৩ মার্চ গ্রুপের শেষ খেলা আফগানিস্তানের বিপক্ষে। ওমানের হকির বাছাই হতে ৫টি দেশ এশিয়ান গেমস হকির চূড়ান্ত পর্বে খেলবে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে এবছর আগস্ট-সেপ্টেম্বরে।