জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ ও র্যাব পৃথক দুটি অভিযান চালিয়ে ৮৪ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে। গত বুধবার রাত গতকাল বৃহস্পতিবার পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।
জীবননগর থানা সূত্র জানা গেছে, অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই সিরাজুল আলম, এএসআই সুলতান ও এএসআই সহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌর এলাকার আঁশতলাপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় আঁশতলাপাড়ার হারুন অর রশিদের ছেলে শরিফুল ইসলামকে ২৭ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। অপরদিকে ঝিনাইদহের র্যাব-৬’র একটি টিম গত বুধবার রাতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়ায় অভিযান চালিয়ে ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে ফারুক হোসেনকে ৭৭ বোতল ফেনসিডিলসহ আটক করে। আটক দুজনকে গতকালই চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। জীবননগর থানার ওসি মাহমুদুর রহমান দুজন আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।