মেহেরপুর অফিস: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে দুর্বার আন্দোলন গড়ে তুলতে আগামী ১১ মার্চ থেকে অবিরাম ধর্মঘট ও ১৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে মেহেরপুরে প্রস্তুতিসভা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বায়ক উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, আরআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, কলমিজোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল কাশেম, হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়ারুল ইসলাম, শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ ওমর রুমী, চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহাবুবুর রহমান, কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী, বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সহকারী প্রধান শিক্ষক এনামুল হক, টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজন মাহমুদ প্রমুখ।