কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় নির্মাণাধীন বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় আইসক্রিমের গাড়ির চালক তারিক (৩৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুষ্টিয়ার বাইপাস সড়কের গোবিন্দপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিক সদর উপজেলার কবুরহার এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ভেড়ামারা থেকে ফুজি আইসক্রিমের একটি গাড়ি চালিয়ে তারিক কবুরহার এলাকায় যাচ্ছিলেন। ওই স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারিক মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।