স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ইমি গ্লাস হাউজের গ্লাস চাপা পড়ে দু’কর্মচারী আহত হয়েছে। গতাকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গার শহরতলীর দৌলতদিয়াড়ের ফায়ার সার্ভিসের নিকট রয়েছে ইমি গ্লাস হাউজ। ওই দোকানের গ্লাস সরাচ্ছিলো পৌর এলাকার হাজরাহাটি জোয়ার্দ্দারপাড়ার আব্দুল কাদের বিশ্বাসের ছেলে রনি ও রেলপাড়ার আব্দুল আজিজের ছেলে আসাদ নামের দু’কর্মচারী। অসাবধানতাবসত তারা গ্লাস চাপা পড়ে। এসময় তারা দুজনেই গুরুতর জখম হয়। তাদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।