কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুরে গতকাল রাত সাড়ে ৮ টার দিকে আ. রশীদ (৫২) নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করেছে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সলেমানপুর গ্রামের সোরাব সরদারের পুত্র আ. রশীদ মোটরসাইকেলযোগে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় গ্রামের সাহাপাড়া তিন রাস্থার মোড়ে তিনটি মোটরসাইকেলে ৬ যুবক পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে দ্রুত সটকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী দুর্বৃত্তদের মুখ কাপড় দিয়ে বাধা ছিলো। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. মো. নাজমুস সাকিব জানান, আ. রশীদের পিঠে ধারালো অস্ত্রের ৩টি ও বাম হাতে ১টি জখমের সৃষ্টি হয়েছে। তবে সে শঙ্কামুক্ত বলে ডাক্তার জানান। থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে।