স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার পৌর এলাকা থেকে তাদরে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা পৌরসভার সিএন্ডবিপাড়ার আব্দুল আলিমের ছেলে হারেজ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিএন্ডবিপাড়ার নদীর ধার এলাকা থেকে গাঁজা সেবনের অভিযোগ তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। অপরদিকে আটক করা হয়েছে চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড়ের মৃত দিলবার হোসেনের ছেলে আব্বাস উদ্দীনকে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে মদ্যপান করে মাথাভাঙ্গা ব্রিজের নিচে মাতলামি করছিলো। এ সময় তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।