মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বিজয় বাবু স্মৃতি ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের ফাইনালে আমঝুপি ও মুন্সিগঞ্জ একাদশ মুখোমুখি। আজ শুক্রবার দুপুর দেড়টাই জমকালো আয়োজনের মধ্যদিয়ে শুরু হবে কাক্সিক্ষত ফাইনাল ম্যাচ। ইতোমধ্যে মুন্সিগঞ্জ সংহতি সংঘ ও আমঝুপি পাবলিক ক্লাব ফাইনাল নিশ্চিত করেছে। এই খেলাকে ঘিরে মুন্সিগঞ্জ ফুটবল মাঠকে সাজানো হয়েছে নতুনরূপে। তৈরি করা হয়েছে তোরণ। চুয়াডাঙ্গার সরকারি পদস্থ কর্মকর্তাদের অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সংহতি সংঘের সেক্রেটারি সুরেশ কুমার আগারওয়ালা পিন্টু। খেলায় দেশের তারকা ক্রিকেটাররা এ খেলায় অংশগ্রহণ করবে। খেলাকে ঘিরে মুন্সিগঞ্জ এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।