স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ফার্মপাড়ার রহমত আলী নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে তার শ্বশুরপক্ষের লোকজন এ ঘটনা ঘটায়।
জানা গেছে, চুয়ারডাঙ্গা পৌর এলাকায় ফার্মপাড়ার ভুলুর ছেলে রহমত আলী। সে এলাকায়ই বিয়ে করে। তাদের দ্যাম্পত জীবনে রয়েছে এক ছেলে ও মেয়ে। পারিবারিক কলহের কারণে তাদের বিয়ে বিচ্ছেদ হয়। রহমত আলীর শয্যাপাশে থাকা তার পরিবারের লোকজন বলেন, তাদের ছেলে নিরব ও মেয়ে ইভাকে নিয়ে মুনিরা তার বাপের বাড়িতে অবস্থান করে আসছে একই এলাকা ফার্মপাড়ায়। গতকাল বিকেল ৩টার দিকে রহমত মুনিরাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো। এসময় নিরব তার নানার বাড়ির সামনে দাড়িয়ে ছিলো। রহমত আলী তার ছেলে নিরবকে দেখতে পেয়ে আদর করে কোলে নেয়। মুনিরার ভাই ঝন্টু ও মন্টু দেখতে পেয়ে প্রথমে রহমত আলীকে চড়-থাপ্পর মারে। রহমত আলী প্রতিবাদ করায় ঝন্টু ও মন্টু তাদের বাড়ি থেকে ধারালো অস্ত্রো দাঁ বের করে তাকে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন রহমত আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।