কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার প্রতিটি বাজারে বিস্ফোরক অধিদফতরের লাইসেন্স ছাড়াই বিভিন্ন দোকানে অবাধে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। আইনের তোয়াক্কা না করেই শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়েই চা দোকানি থেকে শুরু করে বৃহত্তর মুদি দোকানি, ক্রোকারিজ ও কসমেটিক্স দোকানিরা পর্যন্ত খোলামেলা গ্যাস সিলিন্ডার বিক্রি ও ব্যবহার করছে। বিপণী দোকানগুলোতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার সংরক্ষণ থাকার নিয়ম থাকলেও অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার নেই। সরকারি নিয়ম অনুসারে সিলিন্ডার ব্যবহার ও বিপন্ন ও বাজারজাত করতে হলে ব্যবসাপ্রতিষ্ঠান বা ব্যবসায়ীকে অবশ্যই বিস্ফোরক অধিদফতরের লাইসেন্স ও অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার সংরক্ষণ রাখতে হবে। বাজারে কোনো ব্যবসায়ীর সিলিন্ডার বিক্রির বৈধ লাইসেন্স নেই। দু-একটি থাকলেও গ্যাস সিলিন্ডার রাখার গুদাম ঘর নেই। উপজেলার কোনো ব্যবসায়ীই আইনের তোয়াক্কা করছেন না বরং আইনের প্রতি বৃদ্ধাঙুলি দেখিয়ে হাট-বাজারে খোলামেলা শত শত লোকের মাঝে বিপজ্জনক ঝুঁকিপূর্ণ এ গ্যাস সিলিন্ডার ছড়িয়ে-ছিটিয়ে দেদারসে বিক্রি করছেন। তারা আদৌ জানেন না, এ ব্যবসা করতে হলে কোনো দফতরের অনুমোদন বা লাইসেন্স লাগে। এলাকার সুধীমহল মনে করে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া দরকার প্রশাসনের।