চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির লাশ আঞ্জুমান মফিদুলে দাফন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অজ্ঞাত মৃত ব্যক্তির লশের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে আঞ্জুমান মফিদুলের সহায়তায় তার লাশ চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, গত ৪ মার্চ রাতে আলমডাঙ্গা রেল স্টেশন থেকে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞাত এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতপরশু মঙ্গলবার বিকেল ৫টায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরিচয় না পাওয়ায় গতকাল বিকেলে আঞ্জুমান মফিদুল ইসলামের সহায়তার তার লাশের দাফন করা হয়।

Leave a comment