ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা হাইস্কুল মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল-আলমসাধুর ধাক্কায় আশরাফুল ইসলাম ওরফে আশা ঘোলা (৪৫) নামের এক যুবক গুরুতর জখম হয়েছে। গতকাল মঙ্গরবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবক দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গোয়ালপাড়ার ওলি হোসেন ঘোলার ছেলে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে যুবক আশা কার্পাসডাঙ্গা বাজারে হাইস্কুল মার্কেটের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি আলমসাধু তাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে আশা গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেন।