কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়িয়ায় বসতবাড়ির আগুনে পুড়ে নুসরাত জাহান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসরাত জাহান উপজেলার চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়িয়া গ্রামের সুমন শেখের শিশুকন্যা।
স্থানীয়রা জানান, বিকেলে চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়িয়া এলাকার সুমন শেখের বসতবাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন ঘরে। মুহূর্তের মধ্যে আগুনে পুরে ছাই হয়ে যায় ৩টি ঘরসহ ঘরে থাকা আসবাবপত্র। এ সময় ঘরে সুমন শেখের থাকা ৪ বছরের শিশুকন্যা নুসরাত জাহান অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করলেও পুড়ে যায় শিশু নুসরাত। খবর পেয়ে সেখানে ছুটে যান স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগেই আগুনে পুরে ভস্মীভূত হয় সবকিছু। কুমারখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।