আওয়ামীলীগ সরকার সব সময় দেশ ও জনগনের উন্নয়নে বিশ্বাসী
স্টাফ রিপোর্টার: গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস বেলগাছি ও জেহালা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ এবং কেদারনগর কাশিপুর বাজারে কর্মীসমাবেশ করেন। কর্মীসমাবেশের বক্তব্যে আশাদুল হক বিশ্বাস বলেন, বিএনপি-জামায়াত যখন দেশকে চরম অবনতির দিকে ধাবিত করছিলো তখন জনগণ আওয়ামী সরকারকে ক্ষমতায় এনেছিলো। সেই অবনতির অবস্থা থেকে দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত ম্যধম আয়ের রাষ্ট্রে উন্নীত হতে চলেছে। আওয়ামী লীগ সরকার সবসময় দেশ ও জনগণের উন্নয়নে বিশ্বাসী। বিগত সময়ে বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিলো, দেশ তখন দুর্নীতিতে বিশ্বের চ্যাম্পিয়ন ছিলো। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সেই তলানী অবস্থা থেকে দেশের বাণিজ্য ও অর্থনীতিকে উন্নতির চূড়ায় নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের এ উন্নয়নের ধারা বজায় রাখতে আবারও নৌকা মার্কাকে জয়যুক্ত করার আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজ উদ্দিন, কাশিপুর মসজিদ কমিটির সভাপতি গোলাম মোস্তফা, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রায়হান ম-ল, সাধারণ সম্পাদক রইস উদ্দিন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মেম্বার, সাধারণ সম্পাদক আইন উদ্দিন বিশ্বাস, আহ্বায়ক আপান ম-ল, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৬নং ওয়ার্ড যুবলীগের সদস্য আকরামুল হক, জেহালা ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিলন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, প্রচার সম্পাদক সানোয়ার হোসেন, সদস্য মুকুল আলী, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলী হোসেন, রিপন, খোদা বক্স, খোকন, সজিবুর রহমান, সবুজ, সুইট, মাসুম, ইমু, রিজিক, গোলজার হোসেন প্রমুখ।